ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

তিন মাসের বেতন পাচ্ছে আফগান সরকারি কর্মীরা 

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২১, ০০:৫৯
সংগৃহীত ছবি

গত ১৫ আগস্ট মার্কিন বাহিনীর বিদায়ের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। বিশৃঙ্খল এক পরিস্থিতির কারণে আফগান অর্থনীতি পতনের মুখে পড়ে। সরকারি কর্মীদের কয়েক মাসের বেতন আটকে যায়। তালেবান সরকার জানিয়েছে, শনিবার থেকে সরকারি কর্মচারীদের বকেয়া বেতন দেয়া শুরু হয়েছে।

রোববার পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ ওয়ালী হকমল এক সংবাদ সম্মেলনে বলেন, আজকে থেকে আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া শুরু করতে যাচ্ছি। আমরা তিন মাসের বেতন পরিশোধ করবো।

তিনি বলে, ২৩ আগস্ট থেকে হিসাব করে বেতন দেওয়া হবে। তবে কিছু কর্মচারীকে তালেবান ক্ষমতা নেওয়ার আগের এক মাসের বকেয়াও পরিশোধ করা হবে। দেশের বিদ্যমান ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এ বেতন পরিশোধ করা হবে। তবে যথাযথভাবে এ কার্যক্রম পরিচালোনা করতে একটু সময়ের প্রয়োজন হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ