ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

টিকা নিয়েছে ইরানের অর্ধেকের বেশি নাগরিক

প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২১, ২২:৫২

ইরানের অর্ধেকেরও বেশি নাগরিক টিকার দুই ডোজ গ্রহণ করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে সংক্রমণ ও মৃত্যু দুই-ই কমতে শুরু করেছে বলেও জানানো হয়।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলেছে, ইরানের মোট জনসংখ্যা প্রায় ৮ কোটি ৩০ লাখ। এর মধ্যে ৪ কোটি ৪২ লাখেরও বেশি মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে টিকা কার্যক্রম শুরু করে ইরান। দেশটি ইতোমধ্যেই তাদের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে।

এদিকে আরো এক কোটি ২২ লাখ নাগরিক টিকার একটি ডোজ গ্রহণ করেছেন। চীনের তৈরি সিনোফার্মসহ আরো বেশ কয়েকটি টিকা দেয়া হচ্ছে ইরানে।

গত আগস্টেও ইরানে সংক্রমণ এবং মৃত্যু বাড়তে দেখা গেছে। তবে সম্প্রতি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে।

এমন পরিস্থিতিতে শহুরে এলাকায় রাতের বেলা গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইরান। গত শনিবার এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

প্রসঙ্গত, করোনা মহামারি শুরুর পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়ে ইরান। দেশটিতে ৬০ লাখেরও বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে এবং প্রায় ১ লাখ ২৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ