নতুন কৃষি আইন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের দাবিতে ভারতের সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন দেশটির আন্দোলনরত কৃষকরা। তাদের জোট সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
আগামী ২৯ নভেম্বর এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেদিনই ভারতের সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে। রবিবার (২১ নভেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এর আগে কৃষকরা জানিয়েছেন, নতুন কৃষি আইন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের আগ পর্যন্ত অবস্থান চলবে। এই মাসের শেষে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেই আনুষ্ঠানিকভাবে আইন প্রত্যাহার করার কথা রয়েছে। এছাড়া আগামী বুধবার আইন প্রত্যাহারের জন্য মন্ত্রিসভা অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত শুক্রবার জাতির কাছে ক্ষমা চেয়ে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আইন বাতিলের দাবিতে গত একবছর ধরে আন্দোলন করছিলেন দেশটির কৃষকরা।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ