লিবিয়া উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। শনিবার আইওএম এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।
আইওএম জানায়, গত ১৭ নভেম্বর লিবিয়া থেকে শরণার্থী বোঝাই একটি নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে ভূমধ্যসাগরে অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে গেলে মাত্র ১৫ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করতে সক্ষম হন।
তাদের পরে লিবিয়ার বন্দর নগরী জারায় নামিয়ে দিয়ে গেছেন জেলেরা। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত ১ হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ