ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ৪০

প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২১, ১০:০৩

সুদানের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৪০ এ দাঁড়িয়েছে। এতে রোববার ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছেন অভ্যুত্থানবিরোধীরা।

সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান গত ২৫ অক্টোবর জরুরি অবস্থা ঘোষণা করেন। তখন তিনি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন এবং বেসামরিক নেতাদের গ্রেফতার করেন, যা জনগণকে রাস্তায় নামতে প্ররোচিত করে।

গত বুধবারের বিক্ষোভের দিনটি ছিল সবচেয়ে ভয়াবহ। সেদিন বিক্ষোভের পর নিহতদের সংখ্যা হয়েছিল ১৬ জন। দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানায়, গত ১৭ নভেম্বর মাথায় ও পায়ে গুলি গুরুতর আহত হন এক কিশোর। পরে তার মৃত্যু হয়। তার বয়স ছিল ১৬ বছর।

চিকিৎসকরা জানিয়েছেন, বুধবার নিহতদের বেশিরভাগই উত্তর খার্তুমের ছিল, যা রাজধানী থেকে নীল নদের ওপারে অবস্থিত। তখন শত শত মানুষ আহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ