ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছুটিতে বাইডেন, প্রেসিডেন্টের চেয়ারে কমলা হ্যারিস 

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২১, ০১:৩২
সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে সাময়িকভাবে সমস্ত ক্ষমতা হস্তান্তর করছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে কলোনোস্কপি করা হবে বাইডেনের। এর জন্য তাকে অ্যানেস্থেশিয়ার মধ্য দিয়ে যেতে হবে। চিকিৎসাকালে অজ্ঞান থাকায় স্বল্প সময়ের জন্য প্রেসিডেন্টের ক্ষমতা ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের কাছে ন্যস্ত করা হবে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হচ্ছেন বাইডেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার ভোরে তাকে ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল।

প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, অ্যানেস্থেশিয়ায় থাকায় প্রেসিডেন্ট বাইডেন সংক্ষিপ্ত সময়ের জন্য ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এই সময়ে ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট উইংয়ে তার অফিস থেকে কাজ করবেন।

এ অবস্থায় দেশটির প্রায় ২৫০ বছরের ইতিহাসে কমলা হ্যারিস প্রথম নারী হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, এর আগে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০২ এবং ২০০৭ সালে যখন কোলোনোস্কোপি করেন তখন ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ