মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে অস্ট্রিয়া। সোমবার থেকে এটি কার্যকর হবে বলে শুক্রবার জানিয়েছেন চ্যান্সেলর আলেক্সান্ডার স্ক্যালেনবার্গ।
এর আগে বৃহস্পতিবার টিকা না নেওয়া ব্যক্তিদের এলাকায় লকডাউন ঘোষণা করেছিল অস্ট্রিয়া সরকার। সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়া ২৪ ঘণ্টার ব্যবধানে দেশব্যাপী লকডাউন ঘোষণা করতে হলো কর্তৃপক্ষকে।
চ্যান্সেলর আলেক্সান্ডার স্ক্যালেনবার্গ জানিয়েছেন, অন্তত ২০ দিন লকডাউন বলবৎ থাকবে। ২০২২ সালের জানুয়ারির মধ্যে টিকা না নিলে ওই বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে টিকা নিতে হলে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
পশ্চিম ইউরোপের যে কয়টি দেশে করোনার টিকা নেওয়ার হার সবচেয়ে কম তার মধ্যে অন্যতম অস্ট্রিয়া।
নাগরিকদের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা পঞ্চম ঢেউ চাই না। অনেক বেশি রাজনৈতিক শক্তি, ক্ষীণ টিকা বিরোধীতা এবং ভুয়া খবরের কারণে অনেকে টিকা নিতে চাইছেন না।’
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ