ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২১, ১০:৪৫

ভারতে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেন, ‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’

আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের আবার চাষের ক্ষেতে ফেরার আহ্বান জানান মোদি। তিনি বলেন, ‘আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক।’

উল্লেখ্য, প্রায় এক বছর ধরে তিন কৃষি আইন নিয়ে আন্দোলন করছিলেন কৃষকরা।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ