ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভুটানের সীমানায় চীনের গ্রাম, ভারত জুড়ে তোড়জোড়

প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২১, ১৯:৫২

ভুটানের সীমানায় চীন কয়েকটি গ্রাম গড়ে তুলেছে এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভারত জুড়ে তোড়জোড় শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মাত্র এক বছরের মধ্যেই ডোকলাম অঞ্চলে অন্তত চারটি গ্রাম গড়ে তুলেছে চীন।

এদিকে, মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে কয়েকটি ছবি প্রকাশ করে চীন ভুটান ভূখণ্ডের ভেতর ১০০ কিলোমিটার এলাকায় গ্রামগুলো বানিয়েছে বলে দাবি করা হয়।

এর আগে, ২০১৭ সালে এই ডোকলামেই চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। আবার, ভুটানের সঙ্গে চীনের সীমান্ত বিরোধ দীর্ঘ দিনের। যে এলাকায় গ্রামগুলো বানানো হয়েছে বলে দাবি করা হচ্ছে চীনও সেই এলাকার মালিকানা দাবি করে থাকে।

এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চিকেনস নেক নামে পরিচিত ওই এলাকাটির ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক ও আন্তর্জাতিক গুরুত্ব ব্যাপক হওয়ায় উপগ্রহের চিত্র নয়াদিল্লির উদ্বেগ অনেকটাই বাড়াবে।

পাশাপাশি, চীন ওই এলাকায় বিপুল সৈন্য মোতায়েন করে রেখেছে বলেও অনুমান করছেন বিশেষজ্ঞরা।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ