ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে ৫ কয়লা বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২১, ২৩:০৩

ভয়াবহ বায়ু দূষণ মোকাবিলায় রাজধানী দিল্লির পাশে অবস্থিত পাঁচটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করেছে ভারত।

দেশটির কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের বায়ু দূষণ রোধবিষয়ক প্যানেলের এক নির্দেশনায় এ ঘোষণা দেয়া হয়েছে। এদিকে রাজধানীর বায়ু দূষণের মাত্রা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে না পেরে আবারো সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নোটিশ জারি হলো। দেশটির বাতাসের মান নির্ণয়কারী কেন্দ্রীয় কমিশন (সিএকিউএম) গত মঙ্গলবার এ নির্দেশনা দেয়।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বায়ু দূষণ নিয়ে দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের আওতায় কমিশনের দেয়া সিদ্ধান্তের বরাতে এ তথ্য জানিয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিএকিউএম নতুন এ ঘোষণা দিয়েছে মঙ্গলবার ।

৯ পৃষ্ঠার এ নির্দেশনায় আরো বলা হয়েছে, এনসিআরের অন্তর্ভুক্ত রাজ্যগুলোকে (দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ) অত্যাবশ্যকীয় নয় এমন পণ্য পরিবহনকারী ট্রাকের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এ কমিশন আরো জানিয়েছে, বায়ু দূষণ পরিস্থিতির আরো অবনতি ঠেকাতে এসব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক। বেসরকারি সংস্থাগুলোকেও একই নির্দেশনা পালনে উৎসাহিত করার কথা বলা হয়েছে।

পাশাপাশি ১০ ও ১৫ বছরের বেশি পুরোনো গাড়ি আপাতত রাস্তায় নামতে পারবে না। দূষণসংক্রান্ত কাগজপত্র ছাড়া কোনো গাড়ি রাস্তায় বার করলে কড়া ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া এনসিআর-এ অবস্থিত ১১টি তাপবিদ্যুৎকেন্দ্রের মধ্যে মাত্র পাঁচটি আপাতত সচল থাকবে।

দিল্লির বায়ু দূষণের মাত্রা চলতি মাসে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এয়ার কোয়ালিটি সূচকে দিল্লির দূষণের মাত্রা ৫০০ স্কেলের মধ্যে ৪৯৯। এ মাত্রার দূষণে সুস্থ মানুষেরও শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বায়ু দূষণ থেকে শিক্ষার্থীদের রক্ষায় দিল্লি সরকার এক সপ্তাহের জন্য রাজধানীর স্কুল বন্ধ করে দিয়েছে। এ দূষণের কারণে দিল্লি ও এর লাগোয়া শহরগুলোর স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানপরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। করোনা মহামারির সময়ের মতো আবারো শুধু অনলাইন ক্লাসে ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের।

তবে কমিশন জানিয়েছে, এ মেয়াদ আরো বাড়তে পারে। কমিশন জানিয়েছে, কমপক্ষে ৫০ শতাংশ সরকারি কর্মচারী আগামী ২১ নভেম্বর পর্যন্ত বাড়ি থেকে (ওয়ার্ক ফ্রম হোম) কাজ করবে।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে অন্যতম দিল্লি। প্রতিবছর শীতের শুরুতে তাপমাত্রা নামতে থাকলে দিল্লিতে তীব্র কুয়াশার সৃষ্টি হয়। শহরের বাইরের কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র, যানবাহনের ধোঁয়া এবং উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানোয় এ দূষণ তৈরি হয়। ভারতের উত্তরাঞ্চলে দূষণ কমানোর জন্য ব্যবস্থা প্রস্তাব করতে সোমবার কমিশনকে নির্দেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ