ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

ফের যুদ্ধের দামামা, আর্মেনিয়ার ১৫ সেনা নিহত

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২১, ০৬:২৭
ছবি: বিবিসি

আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে আবারও সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে বেশ কয়েকজন আর্মেনিয়ান সেনা নিহত ও বন্দী হয়েছেন। খবর বিবিসির

আর্মেনিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কিছু সৈন্য মারা গেছে। পাশাপাশি দুটি সামরিক চৌকির নিয়ন্ত্রণ হারিয়েছে। আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাতে তাদের দুজন সেনা আহত হয়েছে।

বিরোধপূর্ণ ভূখণ্ড নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত বছর হওয়া আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে ছয় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পরে রাশিয়ার মধ্যস্থতায় ওই যুদ্ধ শেষ হয়। এদিকে মঙ্গলবার নতুন করে শুরু হওয়া সংঘাত থামাতে রাশিয়ার সাহায্য চেয়েছে আর্মেনিয়া।

নতুন এই সংঘাতের জন্য আজারবাইজানকে দায়ি করছে আর্মেনিয়া। দেশটি দাবি করছে, তাদের ১২ জন সেনাকে আজারবাইজানি সেনারা বন্দী করে নিয়ে গেছে। এদিকে আর্মেনিয়ার পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান এডুয়ার্ড আগাজানিয়ান জানিয়েছেন, নতুন করে সংঘাতে তাদের ১৫ সেনা নিহত হয়েছেন।

আজারবাইজানের পক্ষ থেকে বলা হচ্ছে, আর্মেনিয়ার হামলা চালানোর পরই পাল্টা হামলা চালানো হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ