মৃত্যুকালে বয়স ছিলো ৪৫। হাতে ছিলো সোনার গয়না, আঙ্গুলে রিং। দুই হাজার বছর পরও ছিলো সেগুলো হাতেই।
ইতালির দক্ষিণের হারকিউলেনিয়াম শহরে এক নারীর কঙ্কাল পাওয়া গেছে। তাকে বলা হচ্ছে—হারকিউলেনিয়ামের ‘লেডি অব দ্য রিং’।
কার্বন পরীক্ষা করে প্রত্নতত্ববিদরা নিশ্চিত হয়েছেন ৭৯ সালে অর্থাৎ, প্রায় দুইহাজার বছর আগে মারা যান ওই নারী! মৃত্যুর সময় বাম হাতে পরেছিলেন দুটি সোনার আংটি। ছিলো আরও দুটি সোনার চুড়ি। কঙ্কালটি এখন নেপেল জাদুঘরে প্রদর্শিত হচ্ছে!
ইতিহাস বলছে—৭৯ সালের ২৪ ও ২৫ আগস্ট ইতালির ভিসুভিয়াস পর্বতে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটে। তাতে হারকিউলেনিয়াম শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। লাভার নিচে চাপা পড়ে নিহত হয় ১৬ হাজার মানুষ।
শহরটি ভিসুভিয়াস পর্বত থেকে ৫ কিলোমিটার দূরে। পুরো শহর লাভার নিচে চাপা পড়ে ছাই বর্ণ ধারণ করে। পরে ধীরে ধীরে সেটি পরিণত হয় পাথরে। শহরটি আবিষ্কৃত হয় ১৭০৯ সালে। এবং খননকাজ শুরু হয় ১৯৩৮ সালে। সূত্র : তক্ষশীলা
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ