বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রী পড়ালেখার পাশাপাশি উপার্জনের রাস্তা খুঁজতে যৌনকর্মী হিসেবে কাজ করছেন। কেউ আবার অনলাইনে সঙ্গী হচ্ছেন অপরিচিত পুরুষদের।
এই গোটা প্রক্রিয়ায় কীভাবে নিরাপদ থাকতে হবে, এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়।
কীভাবে ছাত্রীদের সহযোগিতা করা যায়, সে বিষয়ে চেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।
ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রী মিশেল ডোনিলান বলেছেন, এভাবে কোনও বিশ্ববিদ্যালয়ে এই কোর্স আয়োজন করা যায় না। ছাত্রীরা যৌনকর্মী হয়ে উঠলে, তা ঠোকনোর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। দেহব্যবসা স্বাভাবিক করে তোলার মানে হয় না।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেছেন, এই ধরনের পেশার সঙ্গে যুক্ত হওয়া ঝুঁকিপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য কর্মশালা আয়োজন উচিত নয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা এই পেশার সঙ্গে যুক্ত, তাঁরা এই ধরনের উদ্যোগে সামিল হয়ে কিছুটা মানসিক স্বস্তি পাবেন। কারণ অন্য কোনও ক্ষেত্রে তাঁরা মানসিক জোর পান না।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ