ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফের কাবুলে বিস্ফোরণে কেঁপে উঠলো শহর

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২১, ১৭:২৭

ফের বিস্ফোরণ ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে। কি কারণে এটা ঘটলো তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কোনো ইমপ্রোভাইজড বোমার কারণে এটা হতে পারে। সোমবার (১৫ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে আহত মানুষদের সরিয়ে নিতে দেখা গেছে। তবে হতাহতের সংখ্যা জানা যায়নি। এলাকাটির এক দোকানি জানিয়েছেন, বিস্ফোরণে তার দোকানটি কেঁপে ওঠে। পরে আহতদের সরিয়ে নিতেও দেখেছেন তিনি।

এর আগে, গত শনিবারই ম্যাগনেটিক বোমার বিস্ফোরণ ঘটেছিল কাবুলে। সেটার পেছনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) আছে বলে ধারণা করা হচ্ছে। এখন ফের বিস্ফোরণের ঘটনা ঘটলো।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ