বায়ুদূষণের কারণে বছরে ইউরোপে মৃত্যু হয় ৩ লাখ মানুষের। সূক্ষ্ম কণাজনিত বায়ুদূষণে এ মৃত্যু হয়। সোমবার (১৫ নভেম্বর) ইউরোপীয় পরিবেশ সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ইউরোপের ৩ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিলো ৩ লাখ ৪৬ হাজার মানুষ।
এতে আরও বলা হয়, ইউরোপিয়ানভুক্ত দেশগুলো যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ বায়ু মানের নির্দেশিকাগুলো অনুসরণ করে তাহলে ২০১৯ সালে যে সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে তার অর্ধেকে নেমে আসবে।
সংস্থাটির তথ্য মতে, ২০১৯ সালে বায়ুতে সূক্ষ্ম কণাজনিত কারণে জার্মানিতে ৫৩ হাজার ৮০০, ইতালিতে ৪৯ হাজার ৯০০, ফ্রান্সে ২৯ হাজার ৮০০, স্পেনে ২৩ হাজার ৩০০, পোল্যান্ডে ৩৯ হাজার ৩০০ মানুষের অকাল মৃত্যু হয়।
এছাড়া গাড়ি, ট্রাক, থার্মাল পাওয়ার স্টেশন থেকে নিঃসরিত নাইট্রোজেন ডাই অক্সাইডের কারণে ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণ বিশ্বে বছরে ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটায়। ধূমপান ও খারাপ খাদ্যের মতো একই মাত্রায় ক্ষতি করে বায়ুদূষণ। সূত্র: আরব নিউজ
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ