ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুধ না দেওয়ায় মহিষ নিয়ে থানায় চাষি 

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২১, ০২:২০
সংগৃহীত ছবি

দুধ দিচ্ছে না মহিষ। চাষির ধারণা কেউ এর ওপর তুকতাক বা জাদুটোনা করতে পারে। এরপরই সোজা মহিষকে নিয়ে থানায় উপস্থিত সেই চাষি। দাবি, ‘ন্যায় বিচার’।

ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের ভিন্দ জেলার। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিন্দ জেলার এক পুলিশ কর্মকর্তা। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার নয়াগাঁও গ্রামের ওই চাষি থানায় গিয়ে পুলিশের সহায়তা চাইছেন। ডেপুটি পুলিশ সুপার অরবিন্দ শাহ পিটিআইকে বলেন, বাবুলাল যাতব (৪৫) নামের ওই ব্যক্তি শনিবার একটি অভিযোগ দায়ের করেছেন। এতে বলা হয়, কয়েক দিন ধরে তার মহিষটি দুধ দিচ্ছে না।

অরবিন্দ শাহ আরও বলেন, অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মহিষটিকে জাদুটোনা করা হতে পারে বলে তাকে (চাষি) বলেছেন কয়েকজন গ্রামবাসী। অভিযোগ দায়েরের চার ঘণ্টা পর ওই চাষি মহিষটিকে নিয়ে থানায় এসে পুলিশের সহায়তা চান।

ডেপুটি পুলিশ সুপার বলেন, খবরটি শুনে মহিষের চিকিৎসায় পশুচিকিৎসক দিয়ে সহায়তা করতে তিনি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়ার পর রোববার সকাল থেকে আবার মহিষটি দুধ দিতে শুরু করেছে। এতে খুশি হয়ে চাষি থানায় এসে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ