ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কারাগারে সংঘর্ষে ৬৮ বন্দী নিহত

প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২১, ০৭:০৮
সংগৃহীত ছবি

ইকুয়েডরের বৃহত্তম শহর গুয়াকুইলের পেনিটেনসিয়া দেল লিটোরাল কারাগারে সহিংসতায় কমপক্ষে ৬৮ জন বন্দী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় গোয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এই সহিংসতার ঘটনা ঘটে। সরকার এই সহিংসতার কারণ হিসেবে কারাগার নিয়ন্ত্রণের জন্য মাদক পাচারকারী চক্রের মধ্যে বিরোধকে দায়ী করেছে।

বিবিসির খবরে বলা হয়, পুলিশের কৌশলগত ইউনিট, যারা কারাগার ভবনে প্রবেশ করে, তারা বন্দুক ও বিস্ফোরক খুঁজে পায়। এ মাসের শুরুর দিকে একটি ছোট সশস্ত্র সংঘর্ষের তিন জন বন্দিকে গুলি করে হত্যা করা হয়েছিল।

দেশটির কর্মকর্তা জানিয়েছেন, গত সেপ্টেম্বরে কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে শতাধিক বন্দি নিহত হন। চলতি বছর এ পর্যন্ত দেশটির বিভিন্ন কারাগারে প্রায় ৩০০ বন্দির এভাবে সংঘর্ষে মৃত্যু হয়। তবে সেপ্টেম্বরের ওই সহিংসতা সবচেয়ে ভয়াবহ ছিল।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ