ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শাড়ি নিয়ে আপত্তি, অতঃপর...

প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২১, ০৪:৩৫
সংগৃহীত ছবি

নারী শিক্ষকদের পরতেই হবে শাড়ি। এমন প্রথায় আপত্তি জানিয়েছিলেন ভারতের কেরালার শিক্ষিকারা। তাদের প্রবল আপত্তির পরিপ্রেক্ষিতে এই নিয়ম বন্ধে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

শুক্রবার কেরালার উচ্চশিক্ষামন্ত্রী আর বিন্দু বলেন, শিক্ষিকাদের শাড়ি পরতে জোরাজুরি করাটা রাজ্যের প্রগতিশীলতার পরিপন্থী। কে কী পোশাক পরবেন, সেটা একান্তই তার ব্যক্তিগত পছন্দ–অপছন্দের ওপর নির্ভর করে। উচ্চশিক্ষা বিভাগ এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে।

উচ্চশিক্ষামন্ত্রী জানান, কয়েকদিন আগে রাজ্যের কোডুঙ্গাল্লুরের এক প্রভাষকের সাথে তার দেখা হয়। এ সময় ওই প্রভাষক জানান, প্রয়োজনীয় যোগ্যতা থাকলেও কোডুঙ্গাল্লুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান শর্ত রেখেছিল, সেখানে কাজ করতে চাইলে প্রতিদিন শাড়ি পরতে হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ মে শিক্ষিকাদের শাড়ি পরার বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। তবে এরপরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষিকাদের শাড়ি পরতে বাধ্য করা হচ্ছিল।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ