সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুম এবং দেশটির অন্যান্য শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ-প্রতিবাদ করেছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও কাদানে গ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। এতে ৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। খবর_আলজাজিরা
দেশটির চিকিৎসকদের ইনডিপেনডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি শনিবার জানিয়েছে, রাজধানী খারতুম এবং এর কাছের শহর ওমদুরম্যানে পুলিশ বিক্ষোভকারীদের মিছিলে গুলি ছুড়লে চার জন ও অপর একজন মারা যান কাদানে গ্যাসের ক্যানিস্টারের আঘাতে।
গত ২৫ অক্টোবর সুদানের সামরিক বাহিনী দেশটির ক্ষমতা দখল করে। তারা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেয় এবং প্রধানমন্ত্রী আবদাল্লা হামডোকসহ কয়েক ডজন কর্মকর্তা ও রাজনীতিবিদকে আটক করে। তারা এখন গৃহবন্দি রয়েছেন। এর পর থেকে দেশটিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ অব্যাহত আছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ