ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘সিরিঞ্জের অভাবে টিকাদানে সংকটে পড়বে’

প্রকাশনার সময়: ১২ নভেম্বর ২০২১, ২১:৪২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, আগামী বছর টিকাকরণে বড় সমস্যার সম্মুখীন হবে গোটা বিশ্ব। কারণ ঘাটতি হতে চলেছে ইঞ্জেকশন সিরিঞ্জের। কত ঘাটতি জানেন? প্রায় ২০০ কোটি!

করোনার টিকাকরণের ফলে ইতোমধ্যে ৭২৫ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। এই সংখ্যা সাধারণত এক বছরে যত অন্যান্য টিকার ডোজ দেয়া হয় তার দ্বিগুণ।

ডব্লিউএইচওর মেডিসিন অ্যান্ড হেলথ প্রোডাক্ট দেখভালের দায়িত্বের প্রধান লিসা হেডম্যান জানিয়েছেন, এখন থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই ডোজ সম্পন্ন করতে ৬৮০ কোটি সিরিঞ্জ প্রয়োজন। কিন্তু সারা দুনিয়ায় বছরে সিরিঞ্জের উৎপাদন সাকল্যে ৬০০ কোটি। হেডম্যান বলছেন, টিকাকরণের এই ধারা চললে আগামী বছর ১০০ কোটির বেশি সিরিঞ্জের ঘাটতি দেখা দেবে।

ভয়ের বিষয় হলো, এই ঘাটতির ফলে হতে পারে এক সিরিঞ্জ একাধিকবার ব্যবহারের মতো ভয়ানক কাজকর্মও। যার ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে বাসা বাঁধতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, সিরিঞ্জের সুচ আগুন দিয়ে জীবাণুমুক্ত করার চেষ্টা করলেও তাতে ১০০ শতাংশ কাজ হয় না। ফলত, ২০২২ সালে এক নতুন সমস্যার সম্মুখীন হতে চলেছে বিশ্ব।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ