ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ থেকে পাচার হচ্ছে নারীদের চুল

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২১, ০২:১৪
সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন নিত্যনতুন সামগ্রী ভারতে পাচার হচ্ছে। তার মধ্যে নারীদের মাথার চুল থেকে শুরু করে বিভিন্ন দুর্লভ পাখি রয়েছে পাচারের তালিকায়।

গত শনিবার নদিয়া জেলার চাপড়া থানা এলাকায় বিএসএফের হাতে ধরা পড়েছে মানুষের মাথার শতাধিক পরচুল। নারীদের মাথার চুল বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)।

বিএসএফের বক্তব্য অনুযায়ী, চোপড়ার কদর মন্ডলের কাছ থেকে এগুলো জব্দ করা হয়েছে। কদর মন্ডল জানান, বাংলাদেশের চুয়াডাঙা জেলার খুতুবপুরের আজিজুল মন্ডল এই পরচুল তার কাছে পাচার করেছে।

শুধু পরচুলই নয়, সাম্প্রতিক সময়ে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষীরা বেশ কিছু দুষ্প্রাপ্য পাখিও জব্দ করেছেন। পাখিগুলোর মধ্যে রয়েছে, কালো রাজহাংস, কালো ধণীশ, বুনো টার্কি প্রভৃতি। বাজেয়াপ্ত করা পাখিগুলোকে বনদপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ