শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টির কারণে সৃষ্ট হঠাৎ বন্যায় কয়েক হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সময় বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান সুদানথা রানাসিংহে বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ বিবেচনায় সরকারি আশ্রয় কেন্দ্রগুলোর ওপর চাপ কমাতে সরকার হাজারেরও বেশি পরিবারকে তাদের স্বজনদের কাছে আশ্রয় নিতে উৎসাহিত করছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল নাগাদ নিম্নচাপ ভারতের তামিল নাড়ুর দিকে সরে যাবে। ওই সময় শ্রীলঙ্কায় বৃষ্টি কমবে।
এদিকে বুধবার তামিল নাড়ুতে প্রবল বৃষ্টিপাতের কারণে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তামিল নাড়ু ও প্রতিবেশী রাজ্য অন্ধ্র প্রদেশে লাল সতর্কতা জারি করেছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ