মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

সন্ত্রাসী হামলায় নিহত হাইতির প্রেসিডেন্ট

প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২১, ১৮:২৫

নিজ বাসভবনেই খুন হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরের দিকে অজ্ঞাত কয়েক অস্ত্রধারী সন্ত্রাসী এ হামলা চালায়। হাইতির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফের উদৃত্তি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

ক্লদে জোসেফের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বেলা ১টার দিকে অজ্ঞাত অস্ত্রধারীরা হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দেশটির প্রেসিডেন্ট। নৃশংস এ হামলায় দেশটির ফার্স্ট লেডিও আহত হয়েছেন।

৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। দেশটিতে সহিংস সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ