প্রাক-শিল্পযুগের চেয়ে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বিশ্বের ১০০ কোটি মানুষ জীবন-বিপন্নকারী মারাত্মক তাপমাত্রার হুমকির মুখোমুখি হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে ইউনিভার্সিটি অব এক্সেটারের হেলিক্স প্রকল্পের একদল আন্তর্জাতিক বিজ্ঞানী এ গবেষণা করেন।
বাইরের তাপ ও আর্দ্রতার এক বিপজ্জনক সংমিশ্রণ হিট স্ট্রেস। যেখানে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে একটি ভেজা বাল্বের মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা পরিমাপ করা হয়। এতে তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি ও সৌর বিকিরণ বিবেচনা করা হয়।
গবেষক দলের প্রধান অধ্যাপক রিচার্ড বেটস বলেছেন, নতুন এই সম্মিলিত বিশ্লেষণ বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমিত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। উষ্ণায়নের মাত্রা যত বেশি হবে, মানুষের জীবনের ঝুঁকি তত বেশি গুরুতর ও বিস্তৃত হবে। তবে আমরা এখনই কাজ করলে উচ্চতর এসব ঝুঁকি এড়ানো সম্ভব।
বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৬ কোটি ৮০ লাখ মানুষ গরমে হাঁস-ফাঁস পরিস্থিতিতে আছেন। কিন্তু একদল শিক্ষাবিদ এবং বিজ্ঞানীর ধারণা, প্রাক শিল্পযুগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রার পরিস্থিতিতে বসবাসকারী মানুষের সংখ্যা ১৫ গুণ বেশি বৃদ্ধি পেতে পারে।
যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের জলবায়ু প্রভাবের প্রধান ডা. অ্যান্ডি হার্টলি বলেছেন, বর্তমানে (হিট স্ট্রেস) বিশ্বের বিভিন্ন স্থানে পরিমাপ করা হয়, যেমন ভারতের কিছু অংশে। কিন্তু আমাদের বিশ্লেষণে দেখা গেছে, বৈশ্বিক তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে চরম তাপের ঝুঁকি বিশ্বের বেশিরভাগ মহাদেশের বিশাল অংশের মানুষকে প্রভাবিত করতে পারে।
চলমান বৈশ্বিক উষ্ণায়ন পরিস্থিতিতে বিজ্ঞানীদের ওই গবেষণায় দেখা গেছে, বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক হিট স্ট্রেসকে সঙ্গী করে বসবাস করবে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ