ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পরকীয়ায় প্রেমিক-প্রেমিকার মৃত্যুদণ্ড

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২১, ০৭:২০
সংগৃহীত ছবি

পরকীয়ার অপরাধে ২৭ বছরের বিবাহিত এক ব্যক্তি ও তার ৩৩ বছরের প্রেমিকাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সুপ্রিম কোর্ট।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, দেশটির সুপ্রিম কোর্ট ২৭ বছরের বিবাহিত এক ব্যক্তি ও তার ৩৩ বছরের প্রেমিকাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী তাকে ক্ষমা করলেও তার শ্বশুর মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষে অবস্থান নেয়ায় ও ভিডিওসহ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকায় আদালত তা বহাল রাখে।

জানা গেছে, ওই ব্যক্তির স্ত্রী তার স্বামীর এবং স্বামীর প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ভিডিও পুলিশের কাছে জমা দেয় এবং আদালতের কাছে এর বিচার দাবি করে। পরে আদালত মামলাটির তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে এই রায় প্রদান করেছে।

ইরানের আইন মোতাবেক, যদি কোনো ভিকটিমের পরিবার অপরাধীকে ক্ষমা করে দেয়, তাহলে সে মৃত্যুদণ্ড থেকে রেহাই বা কারাদণ্ড পেতে পারে।

উল্লেখ্য, গত বছর ইরানে শরীয়া আইনে ইরানে ২৪৬ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর দেশটিতে ইসলামী শরিয়া আইনে ব্যভিচারের শাস্তি পাথর ছুড়ে মারা।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ