ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

৬ মাসে প্রাণহানি ৪৬০ আফগান শিশুর 

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২১, ০৪:৪২
সংগৃহীত ছবি

আফগানিস্তানে দীর্ঘদিন ধরে চলা সংঘাত-সংঘর্ষ-সহিংসতায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশটির শিশুদের ওপর।

সম্প্রতি প্রকাশিত উনিসেফের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে সংঘাতের কারণে প্রাণহানি হয়েছে অন্তত ৪৬০ শিশু। এ তালিকায় গত বৃহস্পতিবার নিহত হওয়া ৪ জনও রয়েছে। যারা বেঁচে গেছে তারাও ভালো নেই। অনেকে পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছে।

গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এদিকে, দশকের পর দশক ধরে যুদ্ধবিধস্ত আফগানিস্তানে চলছে ভয়াবহ সংকট। বিভিন্ন পক্ষের মধ্যকার সংঘাতে বিপাকে জনজীবন। এতে করে শিশুদের নিরাপত্তা ক্রমেই কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। আর অপুষ্টি তো রয়েছেই।

সাম্প্রতিক বার্তা সংস্থা এএফপি জানায়, আফগানিস্তানের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করছে, আফগানিস্তানে ক্ষুধায় শিশুরা মারা যাচ্ছে। সতর্ক করে বলা হচ্ছে, বছরের শেষ নাগাদ আফগানিস্তানে ১০ লাখের বেশি শিশু অপুষ্টির শিকার হতে পারে। এতে তাদের জীবন হুমকির মধ্যে পড়ে যেতে পারে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ