ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মাজারই-শরিফে মিললো ৪ নারী লাশ 

প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২১, ০২:৪১
সংগৃহীত ছবি

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজারই-শরীফ শহরের একটি বাড়ি থেকে চার জন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে দুজনকে।

জানা গেছে, নিহতাদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষিকা এবং নারী অধিকারর্মী রয়েছেন, যার নাম ফ্রোজান সাফি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি এক ভিডিও বার্তায় বলেন, গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাদের আমন্ত্রণে ওই নারীরা একটি বাড়িতে এসেছিলেন। এখনো ঘটনার তদন্ত চলছে। নিহত নারীদের পরিচয় প্রকাশ করেননি তালেবান সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি একটি নাগরিক সংগঠনের সূত্রের বরাত দিয়ে জানায়, নিহত চার নারী বন্ধু ও সহকর্মী ছিলেন। তারা দেশ ছাড়তে মাজার-ই শরিফ বিমানবন্দরে যাচ্ছিলেন।

গত আগস্টে তালেবানরা ক্ষমতা দখলের পর এই প্রথম আফগানিস্তানে কোনো নারী অধিকার কর্মীকে হত্যার ঘটনা ঘটল।

তালেবান নেতারা বলছেন, কোনো অধিকারকর্মীকে হত্যার অনুমতি কাউকে দেওয়া হয়নি। দায়ী ব্যক্তিকে অবশ্যই শাস্তি পেতে হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ