ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বৈদেশিক মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করল তালেবান  

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২১, ০১:০০
সংগৃহীত ছবি

আফগানিস্তানে বিদেশি কোনো মুদ্রার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।

একটি বিবৃতিতে তালেবানের মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ বলেন, দেশের সবাইকে সব ধরনের লেনদেন আফগানিতে (আফগানিস্তানের মুদ্রা) করতে নির্দেশ দেয়া হচ্ছে। পাশাপাশি বিদেশি মুদ্রা ব্যবহার থেকে বিরত থাকতে বলা হচ্ছে। কেউ এই আদেশের বিপরীতের গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যুদ্ধবিধস্ত দেশটিতে আফগানির পাশাপাশি মার্কিন ডলারের ব্যাপক চল রয়েছে। দেশটির সীমান্ত এলাকায় বাণিজ্যের জন্য পাকিস্তানসহ প্রতিবেশী নানা দেশের মুদ্রাও ব্যবহার করা হয়।

গত আগস্টে আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর থেকেই দেশটিতে অর্থনৈতিক অবস্থা দিন দিন আরও সংকটের মধ্যে পড়ছে। তীব্র অর্থসংকট, খাবারের অভাব ও অভিবাসনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। দেশটির সাবেক সরকার ক্ষমতায় থাকাকালে শত শত কোটি ডলার যুক্তরাষ্ট্র ও ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলোয় রিজার্ভ হিসেবে জমা করে। তালেবান ক্ষমতায় আসার পর ওই অর্থ আটকে দেয়া হয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ