ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কার্গো বিমান বিধ্বস্তে প্রাণহানি ৬ 

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২১, ০০:৪৪
সংগৃহীত ছবি

পূর্ব সাইবেরিয়ায় সাত আরোহীসহ রাশিয়ার অ্যান্তোনোভ এএন-১২ কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ৬ আরোহী নিহত হয়েছেন।

দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইর্কুতস্কে পৌঁছানোর পর বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানী মস্কো থেকে প্রায় ৪ হাজার ২০০ কিলোমিটার পূর্বের পিভোভারিখা গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটির মালিকানা বেলারুশের কোম্পানি গ্রোডনোর বলে বেলারুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার সরকারি সংবাদসংস্থা তাস।

আন্তোনোভ বিমানগুলো সাবেক সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল। তবে এখনও বেসামরিক ও সামরিক পরিবহনের জন্য সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে এসব বিমানের ব্যবহার রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আন্তোনোভ বিমানের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ