ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্ষমা চাইলেন বরিস জনসন

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২১, ০৩:২২
সংগৃহীত ছবি

স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ ২৬) ইসরায়েলের এক মন্ত্রী হুইলচেয়ার নিয়ে প্রবেশ করতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

গত সোমবার গ্লাসগোতে বাইরে দুই ঘণ্টা অপেক্ষা করেও সম্মেলনস্থলে প্রবেশ করতে ব্যর্থ হয়ে ৮০ কিলোমিটার দূরে নিজের হোটেলে ফিরতে বাধ্য হন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী কারিন এলহারার।

পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেতের সঙ্গে এক পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী কারিন এলহারার। সেই সময় কপ২৬ এ যোগ না দিতে পারায় ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ওই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তাতে দ্রুত হস্তক্ষেপ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত। এই ঘটনাকে সবার প্রবেশাধিকার রাখার গুরুত্ব শেখার সুযোগ হিসেবে বর্ণনা করেন তিনি।

পরে মঙ্গলবার হুইলচেয়ারে করেই জলবায়ু সম্মেলনে যোগ দেন কারিন এলহারার। তিনি বলেন খুব সহজেই এদিন তিনি প্রবেশ করতে পেরেছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ