ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চারটি আসনের উপনির্বাচনে শোচনীয় পরাজয় হলো দেশটির ক্ষমতাসীন দল বিজেপির।
রাজ্যে যে চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর দুটি বিজেপির জেতা আসন ছিল। সেই দুটিতেও তৃণমূলের বিশাল জয়।
গোসাবা ও দিনহাটায় রীতিমতো তৃণমূলের ঝড় বয়ে গেছে। দুই আসনেই জয়ের ব্যবধান বিশাল। গোসাবায় প্রায় এক লাখ ৩০ হাজারের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।
আর দিনহাটায় ১ লাখ ৬৩ হাজারের রেকর্ড ব্যবধানে জিতে ৫৭ ভোটে হারার বদলা নেন উদয়ন গুহ। এছাড়া খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় এবং শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীও বিপুল ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন।
তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই জয় জনগণের। এই জয় দেখায় কীভাবে বাংলা সর্বদা অপপ্রচার ও ঘৃণার রাজনীতির পরিবর্তে উন্নয়ন ও ঐক্যকে বেছে নেয়। জনগণের রায়ে আমরা বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ