ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মহারাষ্ট্রের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার নিয়ে বিতর্ক 

প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২১, ২৩:২৬

ভারতে রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানোর অভিযোগ বেড়েই চলেছে। গতকাল সোমবার রাতে মহারাষ্ট্রের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ গ্রেফতারের পর সেই অভিযোগ আরও বাড়ে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে অঙ্গরাজ্যের মন্ত্রীদের গ্রেফতারের নতুন সংস্কৃতি চালু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে। এমনই অভিযোগ জাতীয় সংসদের সদস্য ডা. শান্তনু সেনের।

গতকাল সোমবার বিজেপি শাসিত ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি) দীর্ঘ জেরা করার পর গ্রেফেতার করে মহারাষ্ট্র সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে।

অনিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে ৭১ বছর বয়সি এই রাজনীতিক সোমবার একটি ভিডিও বার্তায় বলেন, আমার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির যাবতীয় অভিযোগই মিথ্যা।মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হলে ৬ নভেম্বর পর্যন্ত ইডির হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

অনিলের সমর্থনে এনসিপি নেতা ও রাজ্যের প্রভাবশালী মন্ত্রী নবাব মালিকও বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেন। তিনি বলেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অনিলকে।

উল্লেখ্য, মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে তৃতীয়বার তৃণমূল সরকার গঠিত হওয়ার পরে পশ্চিমবঙ্গের দুই মন্ত্রীসহ চার প্রভাবশালী রাজনীতিবিদকেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ