ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চীন-মাস্কোর পদক্ষেপে হতাশ বাইডেন

প্রকাশনার সময়: ০১ নভেম্বর ২০২১, ০৭:২৩

বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশের সমন্বয়ে গঠিত জি-২০ সম্মেলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে, বিশ্ব কি আত্মবিশ্বাসী হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জলবায়ু প্রতিশ্রুতি রক্ষা করবে। তহবিল অনুমোদনের বিল কংগ্রেসে এখনও ভোটে দেওয়া হয়নি। উত্তরে জো বাইডেন বলেন, তিনি আত্মবিশ্বাসী যে তার পরিকল্পনাগুলো পাস হবে।

কপ-২৬ এর আগে জি-২০ সম্মেলনে কিছু বিষয় নিয়ে তিনি হতাশার কথাও তিনি জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, জি-২০ সম্মেলনে চীন ও রাশিয়া জলবায়ু বিষয়ে মূলত কোন কিছুই বলেননি। এটা খুবই হতাশাজনক।

এদিকে, জি-২০ সম্মেলনের প্রথম দিনে নীল কার্পেটে দাঁড়িয়ে ছবি তুলেন ২০ দেশ থেকে প্রতিনিধি হিসেবে আগত রাষ্ট্রপ্রধানরা। তবে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই মানুষদের সারিতে ছিল কয়েকটি অপরিচিত মুখ।

চীন, রাশিয়া, জাপান এবং মেক্সিকোর অনুপস্থিত রাষ্ট্রপ্রধানদের পরিবর্তে দাঁড়িয়েছেন তাদের মন্ত্রীপদস্থ প্রতিনিধিরা। চলতি বছর সশরীরে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ না দিতে শীর্ষ নেতারা যেন জোট বেধেছেন।

এর মধ্যে জো বাইডেনের অন্যতম দুই প্রতিপক্ষ চীনা প্রেসিডেন্ট শি জিংপিং এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও ছিলো। যার ফলে, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাইডেন আগ্রহী থাকলেও তা আর হচ্ছে না।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ