ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মৃত ঘোষিত আখুন্দজাদা জনসম্মুখে 

প্রকাশনার সময়: ০১ নভেম্বর ২০২১, ০২:৩৫

মৃত্যুর গুজব উড়িয়ে প্রথম বারের মতো জনসম্মুখে দেখা গেল তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে।

রোববার তালেবান কর্মকর্তাদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির কান্দাহার শহরের দক্ষিণাঞ্চলে একটি মাদ্রাসা পরিদর্শন শেষে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

ওই অনুষ্ঠানে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। অনুষ্ঠানের কোনো ছবি বা ভিডিও ধারণ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে তালেবানের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ১০ মিনিটের একটি অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়েছে।

আখুন্দজাদাকে আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের কমান্ডার বলে উল্লেখ করা হয়েছে। তিনি ওই অনুষ্ঠানে ধর্মীয় বার্তা প্রচার করেছেন। এ সময় তিনি রাজনৈতিক বক্তব্য দেননি। তালেবানের নেতৃত্বে দেশের শাসনকার্য পরিচালনাকালে তিনি দেশবাসীর জন্য আল্লাহর রহমত কামনা করেন। বিদেশি শত্রুদের বিরুদ্ধে তালেবানের ‘বড় পরীক্ষায়’ শহীদ, আহত যোদ্ধা ও ইসলামিক আমিরাতের (আফগানিস্তান) কর্মকর্তাদের সাফল্যের জন্যও সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লাহ আখতার মানসুর নিহত হন। এরপর তার স্থলাভিষিক্ত হন আখুন্দজাদা। এর আগে তিনি স্বল্প পরিচিত ধর্মীয় নেতা ছিলেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ