ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জেলখানা থেকে ৭ বন্দীর মরদেহ উদ্ধার  

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২১, ০৪:০৭
সংগৃহীত ছবি

ইকুয়েডরের একটি জেলখানা থেকে সাত বন্দীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এসএনআই জেল কর্তৃপক্ষ।

দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াকিলে অবস্থিত পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরালে সাতটি মৃতদেহ পাওয়া গেছে। এটাই ইকুয়েডরের কোন জেলে সবচেয়ে বড় দাঙ্গা। গত মাসের শেষে দাঙ্গায় কয়েক ডজন বন্দী আহত হয়েছিল।

এসএনআই জেল কর্তৃপক্ষ বিস্তারিত না জানিয়ে টুইটে লিখেছে ,বন্দীদের সঙ্গে তাদের আত্মীয়রা যে প্যাভিলিয়নে দেখা করে সেখানে সাতটি মরদেহ পাওয়া গেছে।

অক্টোবর মাসে জেলখানায় আরও চার বন্দীর মৃত্যুর ঘটনাও তদন্তাধীন।এসএনআই বলেছে তারা পুলিশ ও প্রসিকিউটরদের সঙ্গে এ তদন্তে কাজ করবে।

গতমাসে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো জেলখানার অভ্যন্তরে নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য দেশটির দণ্ডপ্রাপ্তদের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

সারাদেশে জেলখানা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করেছিল দেশটির প্রেসিডেন্ট।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ