ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুদানে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ অব্যাহত

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২১, ০১:৪৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২১, ০১:৫১

অভ্যুত্থান ঘটিয়ে সদ্য ক্ষমতা দখল করা পূর্ব আফ্রিকার দেশ সুদানের সেনাশাসকের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই।

শনিবার দেশটিতে ‘মিলিয়ন অব অক্টোবর ৩০’ নামে ডাক দেয়া অভ্যুত্থানবিরোধী এই বিক্ষোভ থেকে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা দেশটির সামরিক বাহিনীর নেতৃত্বের প্রতি গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তারা সামরিক কর্তৃপক্ষের ক্ষমতাগ্রহণকে প্রত্যাখ্যান এবং বন্দীদের মুক্তির দাবি করেছেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেল সুদান টিভি বলছে, রাজধানী খার্তুমের প্রধান প্রধান সব সড়ক এবং সেতুর বেশিরভাগই বন্ধ করে দিয়েছে সুদানের নিরাপত্তা বাহিনী। তবে রাজধানীর সঙ্গে সংযোগকারী হালফায়া ও সোবা সেতু চালু রয়েছে।

গত সোমবার অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে আটক করে দেশটির সেনাবাহিনী। সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের এই ক্ষমতা দখলের বিরুদ্ধে হাজার হাজার নাগরিক প্রত্যেকদিন বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত অন্তত ১১ জনের প্রাণহানি এবং বেশ কয়েকজন গণতন্ত্রকামীকে আটক করা হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ