ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শব্দবাজি রুখতে বিশেষ পদক্ষেপ

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২১, ০৭:৩৬
ছবি: সংগৃহীত

আগামী ১ জানুয়ারি পর্যন্ত ভারতের রাজধানী দিল্লিতে যাবতীয় শব্দবাজি নিষিদ্ধ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। দূষণ রোধেই এ বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়।

শুক্রবার বিচারপতি এমআর শাহ ও এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এ নির্দেশনা মেনে শব্দবাজির বিক্রি, তৈরি ও ব্যবহার বন্ধ রাখতে হবে। যদি এ নির্দেশনা অমান্য করা হয় তাহলে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার,এসপি ও পুলিশ কর্তাদের দায় নিতে হবে।

ডিভিশন বেঞ্চ জানায়, আদালত যে নির্দেশ দিয়েছে তা কেউ ভঙ করতে পারবে না। উৎসব উদযাপনের নাম করে আইন ভাঙা যাবে না। তবে সব ধরনের বাজি নিষিদ্ধ নয়। গ্রিন বাজি চলতে পারে উৎসবের সময়। যদিও বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা চলেছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ