ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঝুঁকি নিতে চাচ্ছে না চীন, বিয়ের অনুষ্ঠান বাতিল

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২১, ০০:৫৪
সংগৃহীত ছবি

করোনাভাইরাসের আঁতুরঘর চীনে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। মহামারি থেকে বাঁচতে বেইজিংয়ে বিয়ের অনুষ্ঠান বাতিল আর শেষকৃত্যের অনুষ্ঠান সীমিত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

শীতকালীন অলিম্পিকের প্রাক্কালে রাজধানীতে করোনার প্রার্দুভাব ঠেকাতে স্থানীয় সময় শুক্রবার বেইজিংয়ের বাসিন্দাদের এই নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

মহামারি ঠেকাতে সীমান্ত বন্ধ, লকডাউন ও কোয়ারেন্টিনসহ জিরো টলারেন্স নীতি গ্রহণ করার বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছিল।

তবে ফের দেশটিতে করোনা প্রকোপ দেখা যাওয়ায় আন্ত প্রাদেশিক ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে চীন।

যদিও বিশ্বের অনেক দেশের তুলনায় চীনে করোনা সংক্রমণের হার অনেক কম। তারপরও জনবহুল বেইজিংয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের প্রাকাক্কে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না কর্তৃপক্ষ। এর কারণেই বেইজিংয়ের বাসিন্দাদের এই নির্দেশনা দেয়া হয়েছে।

এ ব্যাপারে বেইজিংয়ের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের উপ-প্রধান প্যাং জিংহুও শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, রাজধানীবাসীর উচিত বিয়ের অনুষ্ঠান স্থগিত করা, শেষকৃত্যের অনুষ্ঠান সীমিত করা আর অপ্রয়োজনে জনসমাগম না করা।

বেইজিং ছাড়াও নতুন করে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় চীনের অন্যান্য শহরগুলোও করোনার বিধিনিষেধ কঠোর করেছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ