ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

আফগান সঙ্কটের রাজনৈতিক সমাধান দরকার

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২১, ০৭:১৪

তালেবানের হাতে আফগান ক্ষমতা চলে যাওয়ার পর দেশটির সার্বিক পরিস্থিতি নিয়ে ইরানের রাজধানী তেহরানে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে তালেবানশাসিত আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দেশটির দীর্ঘ দিনের সমস্যা সমাধানে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেয়া হয়েছে। এ জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সব পক্ষ নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে সুপারিশ করা হয়েছে। তবে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে সম্মত হয়েছে দেশগুলো।

আফগান টিওএলও নিউজ জানায়, ইরান, চীন, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমিনিস্তান, উজবেকিস্তান এবং রাশিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের অবস্থার মৌলিক পরিবর্তন হয়েছে। তাই দেশটির জাতীয় নিরাপত্তা, রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ঐক্যের বিষয়ে সবাইকে সম্মান দেখাতে হবে। দেশটির বর্তমান রাজনৈতিক ও সামাজিক অবস্থা খারাপ হলেও তা পরিবর্তনের করণীয় সম্পর্কে জনগণ ধীরে ধীরে বুঝতে পারবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ