ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

‌সিরিঞ্জ সংকট নিয়ে সতর্কবার্তা 

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২১, ০২:৫৮

করোনায় টিকা দেয়ার জন্য ব্যবহৃত অটো ডিজেবল সিরিঞ্জ বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশে উৎপাদন হয়। যার ফলে নিম্ন ও মধ্যমআয়ের দেশগুলোতে ২০০ কোটি সিরিঞ্জের সংকট দেখা দিতে পারে। এতে নিয়মিত টিকাদান প্রকল্প ব্যাহত হতে পারে।

বৃহস্পতিবার আফ্রিকার স্বাস্থ্য কর্মকর্তা ও জাতিসংঘ এই সতর্কবার্তা দিয়েছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এই সংকটের প্রভাব পড়তে পারে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় অব্যবহারযোগ্য (অটো ডিসপোজেবল) হওয়া ২২০ কোটি সিরিঞ্জের ওপর।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, উচ্চআয়ের দেশগুলোতে অতিমানসম্পন্ন যেসব সিরিঞ্জ ব্যবহার করা হয় তার সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি পড়বে বলে আমরা আশা করছি না।

বেশ কয়েক মাস বিলম্বের পর আফ্রিকার দেশগুলোতে করোনার টিকার সরবরাহ বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে টিকার সংকট দেখা দিতে পারে। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও রুয়ান্ডাকে বিলম্বে সিরিঞ্জ পৌঁছতে দেখা গেছে।

পাথ নামের একটি স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সিরিঞ্জ সংকট শিশুদের নিয়মিত টিকাদান প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। উৎপাদনকারীদের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্বের শতাধিক দেশে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় অব্যবহারযোগ্য হওয়া সিরিঞ্জ সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ