ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

খাদ্য সংকটে উ. কোরিয়া, জনগণকে কম খেতে বললেন কিম

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২১, ০১:৪০

সম্প্রতি উত্তর কোরিয়াজুড়ে শুরু হয়েছে তীব্র খাদ্য সংকট। যার ফলে জনগণের জীবনধারণ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সবচেয়ে সমস্যায় মধ্যে পড়েছে শিশু ও বয়স্করা।

এমন অবস্থায় দেশটির জনগণকে ২০২৫ সাল পর্যন্ত খাবারের পরিমাণ কমিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

আর্ন্তজাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, দেশটিতে খাদ্য সংকট তৈরি হওয়ায় দেশটির কর্মকর্তারা জনগণকে তিন বছর কম বা পরিমিত খাবার খাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে জনগণের অভিযোগ, যে পরিমাণ খাদ্য মজুদ আছে তা দিয়ে কোনোভাবেই শীতকালও পার করা যাবে না, তিন বছর তো অসম্ভব।

পরমাণু নিয়ে জটিলতায় অনেক দিন ধরেই আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর এর ফলেই দেশটির অর্থনীতিতে পড়ছে বিরূপ প্রভাব। এমন সময় সাম্প্রতিক ভারি বর্ষণ ও বন্যায় দেশটির কৃষিপণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া করোনার কারণে সীমান্ত বন্ধ থাকায় আশপাশের দেশগুলোর সাথেও উত্তর কোরিয়ার আমদানি রফতানি বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটি একটি দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে বলেও মনে করছেন অনেকেই।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ