ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ব্যবসায়ীদের বার্তা দিলেন মোল্লা ওমরের ছেলে

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২১, ০৩:৫৫

তালেবানের শীর্ষ নেতা প্রয়াত মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব প্রথমবারের মতো গণমাধ্যমে হাজির হয়েছেন।

স্থানীয় সময় বুধবার তিনি টেলিভিশনে দেয়া ভাষণে স্থানীয় ব্যবসায়ীদের হাসপাতাল ও ক্লিনিকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

এ সময় ইয়াকুব বলেছেন, আসুন এখানে কিছু অর্থ বিনিয়োগ করি, ব্যবসায়ীরা ভাইদের এখানে হাসপাতাল, ক্লিনিক তৈরি করতে হবে, এখানে চিকিৎসকদেরও আসতে হবে।

গত আগস্টে দ্বিতীয় দফায় তালেবানরা ক্ষমতা দখলের পর বিদেশিরা আফগানিস্তান থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছে। এতে দেশটির অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে। এর প্রভাবে আফগান স্বাস্থ্যখাতেও বিপর্যয় নেমে এসেছে। অনেকেই চিকিৎসা নিতে প্রতিবেশী দেশগুলোর হাসপাতালে ছুটছেন।

উল্লেখ্য, তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমর খুব কমই জনসমক্ষে আসতেন। তাঁর ছবি তোলাও নিষিদ্ধ ছিল। ২০১৩ সাল মারা যান মোল্লা ওমর। মৃত্যুর দুই বছর পর এই খবর প্রকাশিত হয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ