ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

আরও ৩৫ লাখ ভ্যাকসিন দিচ্ছে যুক্তরাষ্ট্র 

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২১, ০২:৩৪

বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার আশা প্রকাশ করেছেন, ‘এই সহায়তার ফলে তরুণরা, বিশেষ করে ছাত্ররা, কোভিড-১৯ থেকে নিজেদের রক্ষা করতে এবং নিরাপদে তাদের পড়াশোনা এবং সামাজিক জীবন আরও সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে সক্ষম হবে।’

দূতাবাস বলছে, এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আসা মোট ভ্যাকসিনের সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৫০ লাখ ডোজ।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ