ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব সম্প্রদায়ের প্রতি প্রশ্ন ছুড়ে দিলেন আফগান নারীরা 

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২১, ০২:৪৪

তালেবানের নিষেধাজ্ঞা অমান্য করে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন কিছু নারী অধিকারকর্মী। আফগান সংকট নিয়ে বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার প্রতিবাদে মঙ্গলবার এ বিক্ষোভ করেন তারা।

এ সময় নারীদের হাতে থাকা ব্যানার-প্ল্যাকার্ডে লেখা ছিল ‘বিশ্ব কেন নীরবে আমাদের মরতে দেখছে’। খবর বার্তা সংস্থা এএফপি

এদিকে, গত আগস্টে ক্ষমতা দখলের পর তালেবান সব ধরনের বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় ১২ জন নারী অধিকারকর্মী তালেবানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নারীর ‘শিক্ষার অধিকার’, ‘কাজের অধিকার’-এর দাবিতে ব্যানার নিয়ে বিক্ষোভ করেন। কাবুলে ওই নারীরা যখন ব্যানার নিয়ে সামনের দিকে এগোতে শুরু করেন, তখন তালেবানের সশস্ত্র সদস্যরা তাদের বাধা দেন।

নারী অধিকারকর্মী ওয়াহিদা আমিরি বলেন, ‘আমরা তালেবানের বিরুদ্ধে কিছুই করিনি। আমরা শুধু শান্তিপূর্ণভাবে বিক্ষোভটি করতে চেয়েছি।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নারীদের মাধ্যমে প্রতীকী বিক্ষোভ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তালেবান এখনো নারীদের কাজে ফেরার বা বেশির ভাগ মেয়েকে স্কুলে যাওয়ার অনুমতি দেয়নি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ