ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানের জয় উদযাপন করায় মামলা 

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২১, ০০:৫৯
সংগৃহীত ছবি

চলিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোববার ঐতিহাকি জয় পায় পাকিস্তান। স্বাভাবিকভাবেই পাকিস্তানি সমর্থকদের মনে আনন্দের সীমা নেই। সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েই অধিকৃত কাশ্মিরের দুই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

রোববারের ম্যাচে ভারতের পরাজয়ের পর পাঞ্জাবে কাশ্মিরী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এছাড়া অনলাইনে ভারতীয় ক্রিকেট দলের এক মুসলিম সদস্যকে অপদস্থ করা হয়।

রোববার রাতে শ্রিনগরের গভার্নমেন্ট মেডিকেল কলেজ ও শের -ই-কাশ্মির ইনিস্টিটিউ অব মেডিকেল সায়েন্সের শিক্ষার্থীরা পাকিস্তানের বিজয় উদযাপন করছিলেন। আবাসিক হোস্টেলের বাইরে তাদের এই উদযাপনের ভিডিও অনলাইনে ভাইরাল হয়।

মঙ্গলবার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ক্রিকেট খেলা চলাকালে জাতীয় আবেগকে অপমান করায় বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ আইনে অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রাথমিক তথ্য বিবরণীতে কোনো শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি।

কাশ্মিরে ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি রবিন্দর রায়না জানিয়েছেন, যারা শত্রু দেশ পাকিস্তানের পক্ষে উদযাপন করেছে শিগগিরই তাদের জেলে পাঠানো হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ