ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মিশরের জরুরি অবস্থার অবসান হচ্ছে

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২১, ০০:৪২
সংগৃহীত ছবি

মিশরে বিগত সাড়ে চার বছরেরও বেশি সময়ব্যাপী চলা জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। খবর আল-জজিরার

২০১৭ সালে শুরু। প্রথমে তিন মাসের জন্য জারি করা হয় জরুরি অবস্থা। এরপর বারবার বাড়ানো হয় এর মেয়াদ। পেরিয়ে গেছে চার বছর। এরপরও চলতি বছর এপ্রিলে আবার বাড়ানো হয়। অবশেষে মিসর থেকে চলমান এ জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট।

গত সোমবার ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

প্রেসিডেন্ট সিসি বলেন, মিসর এখন নিরাপত্তার মরূদ্যান। তাই সারা দেশে জরুরি অবস্থা তুলে নেয়া হলো। এর আগে ২০১৭ সালে গির্জায় হামলার পর জরুরি অবস্থা জারি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কথা বলে সেটি বাড়ায় দেশটির সরকার।

মানবাধিকারকর্মীদের অভিযোগ ছিল, আন্দোলন দমাতেই এ সিদ্ধান্ত। তবে সোমবারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ