ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্ষুধায় ৮ শিশুর মৃত্যু, কাজের বিনিময়ে মিলছে গম 

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২১, ০১:৫৩

তালেবান কর্তৃক আফগানিস্তান দখল হলেও আন্তর্জাতিক সহায়তা বন্ধ থাকায় দারিদ্র, খরা, বিদ্যুৎ বিভ্রাট ও ব্যর্থ অর্থনৈতিক ব্যবস্থাসহ নানা সমস্যায় ধুঁকছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। উদ্ভূত পরিস্থিতি থেকে আফগানদের রক্ষায় কাজের বিনিময়ে গম কর্মসূচি চালু করেছে ক্ষমতাসীন তালেবান সরকার।

রোববার থেকে ক্ষুধা ও বেকারত্ব মোকাবিলায় এই কর্মসূচি ঘোষণা কর হয়।

তালেবানের পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ৪০ হাজার মানুষকে এই কর্মসূচির আওতায় কর্ম দেয়া হবে। শীতে যাতে লোকজনকে ক্ষুধার্ত না থাকতে হয় সে জন্যই শ্রমের বিনিময়ে গম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ নিয়ে সংবাদ সম্মেলনে তালেবানের প্রধান মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ বলেন, বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আট শিশু ক্ষুধায় মারা গেছে বলে জানিয়েছেন দেশটির সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মাদ মোহাকেক। রাশিয়ান বার্তা সংস্থা স্পুতনিক তার একটি ফেসবুক পোস্টের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।

জানা গেছে, মারা যাওয়া ওই আট শিশুই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের।

মোহাকেক অভিযোগ করেন, তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে পর্যাপ্ত জীবনযাত্রার মান নিশ্চিত করতে পারেনি। আফগানিস্তানের শিয়া এবং হাজারা সম্প্রদায়কে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন দেশটির সাবেক এই সংসদ সদস্য।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ