ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

স্ত্রীর প্রতি বিরক্ত, স্বেচ্ছায় জেলে যাওয়ার আবেদন 

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২১, ০০:৫৬
ফাইল ছবি

ঘরে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না অপরাধের দায়ে গৃহবন্দী থাকা এক আসামীর। তাই পুলিশের কাছে আবেদন করেছেন, তাকে যেন জেলে পাঠানো হয়। কেননা স্ত্রীর সঙ্গে থাকা তার জন্য অসহনীয় হয়ে পড়েছে। খবর এএফপির।

স্থানীয় সময় রোববার ইতালীয় পুলিশ জানিয়েছে, দেশটির গুইডোনিয়া মন্টেসেলিও এলাকায় ‘হাউজ অ্যারেস্ট’ (গৃহবন্দি) থাকা ৩০ বছর বয়সী এক আলবেনীয় নাগরিক স্বেচ্ছায় জেলে যাওয়ার আবেদন করেছেন।

এক বিবৃতিতে কারাবিনিয়েরি পুলিশ জানিয়েছে, ওই লোক বলেছেন, স্ত্রীর সঙ্গে জোরপূর্বক বসবাস তিনি আর সহ্য করতে পারছেন না। এ কারণে সাজার বাকি অংশ কারাগারে কাটানোর আবেদন করেছেন।

তিভোলি কারাবিনিয়েরির ক্যাপ্টেন ফ্রান্সেস্কো গিয়াকোমো ফেরান্তে জানিয়েছেন, ওই ব্যক্তি মাদক সংক্রান্ত অপরাধে কয়েক মাস যাবৎ গৃহবন্দি। তার এখনো কয়েক বছরের সাজা বাকি।

ক্যাপ্টেন ফেরান্তে আরও বলেন, ওই ব্যক্তি বাড়িতে স্ত্রী ও পরিবারের সঙ্গে থাকতেন। কিন্তু সেটি ভালো যাচ্ছিল না। তিনি আমাদের বললেন, আমার পারিবারিক জীবন নরকে পরিণত হয়েছে, এসব আর সহ্য করতে পারছি না, আমি জেলে যেতে চাই।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ