ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জেলের তালা ভেঙে ৮০০ বন্দীকে ছাড়িয়ে নিল বন্দুকধারীরা

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২১, ০৩:৩০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২১, ০৩:৪১
প্রতীকী ছবি

নাইজেরিয়ার একটি কারাগারে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই করাগারে হামলা চালিয়ে ৮০০ জনেরও বেশি বন্দীকে ছাড়িয়ে নিয়েছে বন্দুকধারীরা।

স্থানীয় সময় গত শুক্রবার রাতে দেশটির ওয়ো রাজ্যের একটি কারাগারে এই ঘটনা ঘটে। খবর এএফপি

এক বিবৃতিতে কারাগারের কর্তৃপক্ষ জানান, হামলাকারীদের কাছে ভারী অস্ত্র ছিল। তাদের সঙ্গে কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। একপর্যায়ে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের নিরাপত্তা দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।

বিবৃতিতে আরো বলা হয়, পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ৫৭৫ জন বিচারের অপেক্ষায় ছিলেন। পালিয়ে যাওয়াদের মধ্যে ২৬২ জনকে পুনরায় আটক করা হয়েছে। সংঘর্ষের পর কারাগারে থাকা বাকি ৬৪ জন বন্দী পালাতে পারেননি।

এর আগে গত এপ্রিলে দেশটির ইমো রাজ্যে একটি কারাগারে হামলা করে ১ হাজার ৮০০ জন বন্দীকে ছাড়িয়ে নেয়া হয়েছিল।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ