ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার কবজি কেটে নেয়ার হুশিয়ারি! 

প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২১, ০৫:৪৬

আবারও বিতর্কিত মন্তব্যে সমালোচনার মুখে পড়েছেন ভারতের বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। তৃণমূল কর্মীদের মারার আগেই বিজেপি কর্মীদের হাতের কবজি ভেঙে নেয়ার হুশিয়ারি দিলেন তিনি।

শুক্রবার লাভপুরের ফুল্লরা সিনেমা হলে লাভপুর ব্লক তৃণমূলের (TMC) বিজয়া সম্মেলনে অনুব্রত বলেন, এখন মানুষ কাজ চাচ্ছে। লাভপুরে কাজের মানুষকে বিধায়ক করা হয়েছে।

মণ্ডল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, তরুণ চক্রবর্তী, মান্নান হোসেন-সহ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতর নেতা এবং সদস্যরা। ওই অনুষ্ঠানে যোগ দিয়েই অনুব্রত মণ্ডল বিজেপি কর্মীদের বিরুদ্ধে একহাত নেন।

কাঁটোয়াতে বিজেপির সভায় বিজেপি কর্মীদের অন্তর্দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, আগে বাংলার বিজেপির রাজ্য সভাপতি ছিল ভেড়া। এখন একটা ছাগল এসেছে। তাই ওদের কেউ মানতে চাইছে না। কেন মানবে এ ভেড়া এবং ছাগলকে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তৃণমূলকে হুমকির পাল্টায় বিজেপিকে অনুব্রতের হুঁশিয়ারি, বিজেপি হাত কিংবা লাঠি দিয়ে মারবে। কিন্তু মারার আগেই যদি হাতের কবজিটা ভেঙে যায়, তখন কীভাবে মারবে? কবজিটা ভেঙে যেতে পারে মারার আগেই। তৃণমূলকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

সম্মেলনে বিধায়ক অভিজিৎ সিংহ রাজ্যের উন্নয়ন নিয়ে বলেন, লাভপুরে একটা সময় বোমা, গুলি চলতো। কিন্তু এখন শান্তি ফিরে এসেছে। এখন অনুব্রত মণ্ডলের হাত ধরে লাভপুরে উন্নয়ন শুরু হয়েছে। আমরা মানুষের পাশে আছি। সবসময় থাকব।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ